কিভাবে ঘর সাজাবেন ?

ঘর সাজানোর অনেকটা অংশ জুড়েই থাকে ঘরের মেঝে। আর ঘরের মেঝেকে সুন্দর এবং রঙিন করে তোলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান ফ্লোর ম্যাট ।

বাজারে নানান রকমের, নানান রঙয়ের বা নানান ঢঙয়ের ফ্লোর ম্যাট পাওয়া যায় কিন্তু শতরঞ্জি ফ্লোর ম্যাটের ন্যায় কোন টা আছে কি ? বিস্তারিত-



আপনার ঘরকে সুন্দর করে না সাজাতে পারলে যত সুন্দর ম্যাট কিনে থাকেন না কেন তা পরিপূর্ণতা পাবে না, আর তাই চাই ঘর সাজানোর একটা সুন্দর পরিকল্পনা। আপনি যখন একটা সুন্দর পরিকল্পনা করে ঘর সাজাতে যাবেন তখন দেখবেন অল্প টাকাতে আপনার ঘর সেঝে উঠেছে দারুণ ভাবে।
কটন রাউন্ড রাগস গুলো আপনার ঘর সাজানোর জন্য একটি উপাদান। যা আপনার ঘরের মেঝের মাঝ বরাবর ও বিছালে সুন্দর লাগবে। আপনি চাইলে দেয়ালেও ওয়াল ম্যাট হিসাবে সুন্দর ভাবে আটকিয়ে নিতে পারেন, যা আপনার ঘরের সৌন্দর্য বর্ধনে অনেকখানি সহায়তা করবে।
সাইজঃ ১০০ সেঃমি
ম্যাটেরিয়ালঃ কটন

Comments

Popular posts from this blog

বাস্তবতাঃ

সফল হতে হলে সাহসী হতেই হবে

বাংলা ব্যাকরণ এতই চর্চা করেছিলাম তবুও---