বাংলা ব্যাকরণ এতই চর্চা করেছিলাম তবুও---

স্কুলে পড়া অবস্থায় বাংলা ব্যকরণ এবং ইংরেজি গ্রামার শেখার জন্য আমরা কতই না চেষ্টা করেছি । আহারে আমার এখনো মনে পড়ে এস.এস.সি পরীক্ষায় বাংলা ব্যকরণ এত ভাবে পড়ার এবং চর্চা করার পড় ও নৈবিত্তিক(এমসিকিউ)- এ নাম্বার পেয়েছিলাম ৫০ এর মধ্যে ১৭। কি বাঁচান টাই বেঁচে গিয়েছিলাম সেইবার। আর ১ নাম্বার কম পাইলেই অনায়াসেই এক বছর মিস হয়ে যেতো। ভাগ্যিস ----

এই বিষয়টা কেন লিখেছি ? এই জন্য লিখেছি যে আমরা স্কুলে থাকা অবস্থায় এক ধরণের চর্চা করে যাই, কলেজ/ ভার্সিটি জীবনে আর এক একম। কিন্তু পড়া-শোনা শেষ করে শুরু হয়ে যায় বাস্তব জীবনের নানান রকম খেলা। চাকরি, ব্যবসা যে যেটাই করতে যাই না কেন শুরু হয়ে যায় নতুন এক অধ্যায়। সেই ব্যকরণ শেখার মত প্রতিনিয়ত শিখতে হয় কিভাবে চাকরিতে ভাল করা যায় বা কিভাবে ব্যবসায় ভালো করা যায় । শেখার শেষ নেই। অথচ স্কুলে থাকা অবস্থায় কি মনে হয়েছিল জানেন ? চাকরি অথবা ব্যবসা যখন করবো তখন আর এই ব্যকরণ শিখতে হবে না ,বেঁচে যাবো। কিন্তু বাস্তবতা কি তাই ?

Comments

Popular posts from this blog

বাস্তবতাঃ

সফল হতে হলে সাহসী হতেই হবে