বাস্তবতাঃ


জীবনে কোন একটা সময় যখন আপনি নিজেকে গুরুত্ব দেয়া শুরু করেছেন তখন দেখবেন কিছু মানুষ আপনাকে ঘৃণা করা শুরু করবে, এটা ঘটবেই। আর তাই সেই সময়ের জন্য নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত থাকা জরুরি। পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম, সময়ের ব্যবধানে আপনি যখন আপনার খুব কাছের বন্ধুর সাথে আড্ডা দিতে পারছেন না, তখন দেখবেন আপনার সেই বন্ধুও আড়ালে গিয়ে আপনাকে নিয়ে বিদ্রুপ করতে দ্বিধা করছে না।


যখন আপনি সফলতার রাস্তা খুজে পাবেন এবং সফল হবেন, তখন দেখবেন আপনাকে নিয়ে কতজন হিংসে করছে। মানুষ যাই ভাবুক বা বলুক না কেন আপনি আপনার কাজ চালিয়ে যাবেন তাহলে দিন শেষে আপনি সফলতা ধরে রাখতে পারবেন।

Comments

Popular posts from this blog

সফল হতে হলে সাহসী হতেই হবে

বাংলা ব্যাকরণ এতই চর্চা করেছিলাম তবুও---