সফল হতে হলে সাহসী হতেই হবে
সফলতা ও ব্যর্থতা দুটো জিনিসই আপেক্ষিক। কিন্তু সফল হওয়ার জন্য সাহস লাগে, নিজের উপর বিশ্বাস রাখতে হয় এবং ধৈর্য ধারণ করতে হয়।কথায় আছে- সবুরে মেওয়া ফলে। নিজের কাজকে ভালোবাসতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যে কাজই করেন না কেন আপনাকে অনেক অনেক সময় দিতে হবে সেই কাজে। ব্যর্থ হওয়ার জন্য সাহস লাগে না। একটি কাজে ব্যর্থ হলে চারপাশের মানুষ আপনাকে অনেক কথা শোনাবে। কিনতু সেই আপনি যদি একদিন আল্লাহর রহমতে সফল হন তাহলে দেখবেন, যে মানুষ গুলো একদিন আপনাকে অনেক কথা শুনিয়েছে, অনেক কষ্ট দিয়েছে তারাই আপনাকে আজ অনেক বাহবা দিচ্ছে এবং আপনাকে নিয়ে অনেক ভালো কথা বলবে, আপনার পাশে থাকবে। যে সময়ে আপনি ব্যর্থ হয়েছিলেন, যে সময়ে আপনার অনেক সাপোর্ট প্রয়োজন ছিল সে সময়ে অনেক মানুষই আপনাকে সাপোর্ট করবে না।তাই মানুষের কথায় কান না দিয়ে আপনি আপনার মতো করে সামনে এগিয়ে যাবেন। ব্যর্থতা কে হজম করে দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ হয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। সফলতার আরেকটি সাহস হলো বধির হওয়ার সাহস। দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যার সমালোচনা নেই। যে যাই সমালোচনা করুক না কেন, আপনি শুনতে পেয়েও বধির হয়ে থাকতে হবে। তাদের কথা শুনে যেতে হবে...