প্রতিযোগিতা হোক এবার নিজের সাথে-
হ্যাঁ ঠিকি দেখেছেন প্রতিযোগিতা প্রথমে নিজের সাথেই করতে হবে । তাহলে তো সামনের দিকে অগ্রসর হওয়া যাবে তাইনা ? একটা শিশু ছোট বেলায় একবারেই দৌড়ানো শেখেনা । প্রথমে শিশুটা নিজের সাথে প্রতিযোগিতা শুরু করে কিভাবে বসা যায় । এই বসার প্রতিযোগিতায় নেমে শিশুটি কতবার পড়ে গিয়েছে তা কি খেয়াল করেছেন ? অনেকবার পড়ে গিয়েছে, তবুও সে তার প্রতিযোগিতা দিনের পর দিন চালিয়ে গিয়েছে এবং একদিন সে সফল ভাবে বসা শিখতে পেরেছে। এরপর শিশুটি হাঁটা শেখার জন্য একইভাবে বহুবার নিজের সাথে প্রতিযোগিতা করে, বহুবার পড়ে গিয়ে ব্যাথা পেয়ে কান্না করেছে। শেষ পর্যন্ত সে হাঁটা ও শিখেছে । আরো জানতে- দেখেন শিশুটির প্রতিদ্বন্দ্বী কেউ ছিলো না ,ছিল নিজের সাথে নিজের প্রতিযোগিতা । যে আমাকে বসা শিখতেই হবে , আমাকে হাঁটা শিখতেই হবে। এরপর শিশুটি একদিন বসা, হাটা, দৌড়ানো সব শিখে ফেলেছে। আর সব কিছু শেখার পিছনে শিশুটির অদম্য মনোবল এবং ইচ্ছা ও সাহস ছিলো । তাই সে তার প্রতিযোগিতায় সফল। এখন আমরা অনেকেই সামান্যতেই হতাশ হয়ে যাই , আমি নিজেও মাঝে মাঝে হতাশ হয়ে যাই পরক্ষণে মনোবল চাংগা করে ফেলি। যেকোন কাজে শিশুটির ন্যায় অদম্য মনোবল, ইচ্ছাশক্তি, সাহস ও পরিশ্রম কর...